সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান, আটক ২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সেখান থেকে অন্তত ২৫ জনের বেশি নারী-পুরুষকে আটক করা হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে যৌথ বাহিনীর এ অভিযান শুরু হয়।
ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ঢাকাটাইমসকে বলেন, ‘শাহবাগ থানা পুলিশ, সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং ভ্রাম্যমাণ আদালত সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাদক সেবনের সময় ২৫ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে জেল এবং আর্থিক দণ্ড প্রদান করেছে।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। কিশোর থেকে শুরু করে নারীরাও এখানে মাদক সেবন করতে আসে। ফলে উদ্যানে ঘুরতে আসা সাধারণ মানুষ নানান ভোগান্তিতে পড়েন। একারণে আজ সেনাবাহিনী ও পুলিশ এ অভিযানে চালিয়েছে। সঙ্গে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও ছিলেন।
(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসএস/এমআর)

মন্তব্য করুন