সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান, আটক ২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৪, ২৩:০৯| আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২৩:১৪
অ- অ+

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সেখান থেকে অন্তত ২৫ জনের বেশি নারী-পুরুষকে আটক করা হয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে যৌথ বাহিনীর এ অভিযান শুরু হয়।

ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ঢাকাটাইমসকে বলেন, ‘শাহবাগ থানা পুলিশ, সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং ভ্রাম্যমাণ আদালত সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাদক সেবনের সময় ২৫ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে জেল এবং আর্থিক দণ্ড প্রদান করেছে।’

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। কিশোর থেকে শুরু করে নারীরাও এখানে মাদক সেবন করতে আসে। ফলে উদ্যানে ঘুরতে আসা সাধারণ মানুষ নানান ভোগান্তিতে পড়েন। একারণে আজ সেনাবাহিনী ও পুলিশ এ অভিযানে চালিয়েছে। সঙ্গে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও ছিলেন।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফাইল আটকে রাখায় মাউশির রাজশাহী কার্যালয়ে দুদকের অভিযান
নোয়াখালীতে ৩০ মণ জাটকা আটক
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ আনারুল বাহিনীর সদস্য আটক
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি ইয়াবাসহ ১০ জন আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা