দিনাজপুরে সাবেক এমপির বাড়ি ইয়াবাসহ ১০ জন আটক

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:১৩
অ- অ+

দিনাজপুরে সাবেক সংসদ সদস্য মকলেসুর রহমানের বাসা থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দিনাজপুর শহরের লিলি মোর পাহাড়পুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক ইন্টেলিজেন্স মো. আবদুল হাইয়ের নেতৃত্বে এসআই মাজেদুর ইসলাম ও নারী পুলিশসহ সঙ্গীয় ফোর্স দিনাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাহাড়পুরে সাবেক সংসদ সদস্য মৃত মকলেসুর রহমানের বাসায় অভিযান চালায়। এসময় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জন নারী-পুরুষকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আসামিরা দীর্ঘদিন ধরেই সকলের চোখ ফাঁকি দিয়ে অসামাজিক কার্যকলাপ ও মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। মামলা দিয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
 হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা