চট্টগ্রামের সাবেক এমপি নদভী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ার আলোচিত সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী গ্রেপ্তার হয়েছেন।
রবিবার রাতে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
তিনি জানান, আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে ডিবি। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
ডিবি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় চট্রগ্রামের সাবেক নামে সেখানে মামলা হয়েছে। এই মামলায় আত্মগোপনে থাকা এই এমপিকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এলএম/এমআর)

মন্তব্য করুন