ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গ্রেপ্তার

নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড চালানোর অভিযোগে সংগঠনটির ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে ডিবির সাইবার ইউনিটের একটি দল তাকে গ্রেপ্তার করে। ডিবির একটি সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিগত বছরগুলোতে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন ছাত্রলীগের এই নেত্রী। তার বিরুদ্ধে সিট বানিজ্যসহ আরও বেশকিছু অভিযোগ রয়েছে। সম্প্রতি ছাত্রলীগ নিষিদ্ধ করা হলেও সংগঠনটি নিয়ে ফেসবুকে বেশ সরব ছিলেন তিনি। (ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এলএম)

মন্তব্য করুন