সোনার দাম আবারও কমলো, ভরি ১৬৭৬২৩ টাকা

বিশ্বের অন্যতম লোভনীয় সম্পদ সোনা। যেকোনো দেশে ঝুঁকি এড়াতে সোনা মজুত করে সরকার। কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সেই পরিমাণ বেড়ে গেলে সোনার মূল্য বৃদ্ধি পায়। অনেক সময় কোনো দেশের মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ঘটে। সেক্ষেত্রে নিজেদের সম্পদ রক্ষার্থে সোনা বিনিয়োগ করেন ব্যবসায়ীরা। ফলে তাদের কাছে ধাতুটির আকর্ষণ বাড়ে। সেই সঙ্গে দামও ঊর্ধ্বমুখী হয়। আবার ডলারের দাম বাড়লে সোনার দর হ্রাস পায়। আবার ডলারের মূল্য নিম্নমুখী হলে সোনার দাম বেড়ে যায়। এসব কারণে সোনার দাম কখনও বাড়ছে আবার কখনও কমছে। এবার দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে।
টানা তৃতীয় দফায় দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) থেকে এ নতুন দাম কার্যকর হবে উল্লেখ করে সোমবার (১২ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন মূল্য তালিকা প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ১০ মে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেসময় ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম কমানো হলো। এদিকে স্বর্ণের দামে এমন ওঠানামা থাকলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি।
(ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

মন্তব্য করুন