কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫

রাজধানীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাসেল ফরাজী (৩৫), মো. জনি (৩৬), মো. আশরাফুল ওরফে রুবেল (৩৯), মো. কাইয়ুম, মো. হাবু শেখ (৪০), মো. লিটন (৩৫), মো. মাসুদ (৩৪), ফরহাদ (২৭), সুলায়মান হোসেন ইমন (২৬), মো. রাসেল কবির (২৩), ফয়সাল মিয়া (২৮), মো. রাব্বি (২০), আল আমিন (২৪), মো. সোহেল (৩২) ও মো. হাসান (২২)।
রবিবার কোতয়ালী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী । অভিযানে গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১২মে/এলএম/এমআর)

মন্তব্য করুন