মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুদ রানাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে হাটুভাঙা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের মুক্তার আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, হিমেলের মায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।
(ঢাকা টাইমস/১৩মে/এসএ)

মন্তব্য করুন