রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা

রাজবাড়ীর কালুখালী উপজেলা সদরের রতনদিয়া অরুণগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকালে হঠাৎ করেই বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বিশ্বাস এন্টারপ্রাইজ, মেসার্স আবুল কাশেম, ঢাকা হার্ডওয়ার, ঢাকা এস এম হার্ডওয়্যার ও উর্মি হার্ডওয়ারের মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে কালুখালী থানা পুলিশ, স্থানীয় জনগণ ও কালুখালী ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওইসব দোকানের মালামাল ভস্মীভূত হয়ে যায়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম বলেন, ‘আগুনে অনেক ক্ষতি হয়েছে। তবে, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ক্ষতির পরিমাণ কম হয়েছে।’
(ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

মন্তব্য করুন