ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য: বিএনপি নেতা সাজু

ঢাকা-১৪ আসনের জনতার নেতা এবং দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু বলেছেন, ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। দেশের জনগণ শিগগিরই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।
সোমবার দুপুরে এক গণমিছিল শেষে তিনি এসব কথা বলেন। গণমিছিল গাবতলী হানিফের বালুর মাঠ থেকে শুরু হয়ে হযরত শাহআলী বোগদাদি (রহ.) মাজারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মিরপুর, শাহআলী, দারুস সালাম, রূপনগর (আংশিক) ও কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এক গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থক ৩১ দফার বার্তা সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। পথচারী ও সাধারণ জনগণ করতালি ও অভিবাদনের মাধ্যমে মিছিলকারীদের উৎসাহিত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ও দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক জননেতা এস এ সিদ্দিক সাজু।
তিনি বলেন, আমার প্রয়াত পিতা সাবেক পাঁচবারের এমপি ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র আলহাজ্ব এস. এ. খালেক যে উন্নয়ন কর্মকাণ্ড রেখে গেছেন, তা আমি এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার দরজা সর্বদা জনগণের জন্য খোলা, যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।'
এসময় বিএনপি নেতা সাজু তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
(ঢাকাটাইমস/১২মে/এসএস/এমআর)

মন্তব্য করুন