নোয়াখালীতে অস্ত্র ও ইয়াবাসহ আটক ২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দেশি অস্ত্র ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
ডিবি পুলিশ জানায়, বুধবার উপজেলার শরিফপুর ইউনিয়নের মধুরামপুর গ্রাম থেকে তাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছুরি, রামদা ও কিরিচসহ ১৪টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। তাজুল একই গ্রামের মৃত আবদুর রবের ছেলে।
অপরদিকে, সকালে বেগমগঞ্জের চৌরাস্তা এলাকা থেকে রফিক ওরফে রবু (৩২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, তাজুলের বিরুদ্ধে অস্ত্র আইনে ও রফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন