কুমিল্লা যুবকের লাশ উদ্ধার
কুমিল্লার নাঙ্গলকোট ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের পাশে আব্দুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা ঘোত্রশাল দিঘির কাছে রেললাইনের দক্ষিণ-পশ্চিমাংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান চাঁদপুর জেলার ফরিদপুর মদনাগাঁও এলাকার মফিজুর রহমানের ছেলে।
লাকসাম রেলওয়ে থানার ওসি শপন কান্তি বড়ুয়া জানান, নিহত আব্দুর রহমানের লাশ নাঙ্গলকোট গোত্রোশাল দিঘির রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় জানান।তারপর নাঙ্গলকোট থানার এস আই নুকুল আমাদের জানালে আমরা লাশটি উদ্ধার করি। বর্তমানে নিহতের লাশ রেলওয়ে থানায় রয়েছে।
(ঢাকাটাইমস/২২ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন