পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তিতে বান্দরবানে বিক্ষোভ
পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বেলা দুটার দিকে বান্দরবান ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে বান্দরবান ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটরিয়মে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ডনাইপ্রু নেলী। সভাপতিত্ব করেন থোয়াইচপ্রু মাস্টার।
সমাবেশে বক্তারা পার্বত্য চুক্তির মূল ধারাগুলো দ্রুত বাস্তবায়ন করে পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।
গত ১৩ জুন বান্দরবানে আওয়া মী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মংপু মেম্বার অপহরণের ঘটনার পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষ নেতাদের নামে অপহরণের মামলা করা হয়। পরে গ্রেপ্তার এড়াতে জেলার বাইরেও অবস্থান করে জেএসএস নেতাকর্মীরা। তাই এবারের ১৯তম পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় পালন করতে পারেনি। ছোট্ট পরিসরে পালিত হয়েছে দিবসটি। এবারে বাহিরে সমাবেশ করতে না দেয়ায় ইনডোরে সমাবেশ করতে বাধ্য হয় তারা।
(ঢাকাটাইমস/২ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)
মন্তব্য করুন