নরসিংদীতে ওষুধ সরবরাহ বন্ধের হুমকি
মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে ওষুধ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে নরসিংদী জেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ‘ফারিয়া’।’
রবিবার নরসিংদী প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয় ফারিয়া।
এসময় ফারিয়ার চিফ অব প্রেসিডিয়াম এসএম রহমান লিখিত বক্তব্যে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নেত্রকোনায় গ্রেপ্তারকৃত ফারিয়া সদস্যদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের করতে হবে। নতুবা ময়মনসিংহ বিভাগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নরসিংদী জেলায়ও সকল প্রকার ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি অন্য যে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করতে তাদেরকে বাধ্য করা হবে বলে উল্লেখ করেন। এ সময় ফারিয়া’র নরসিংদী জেলা সহ-সভাপতি, জায়নুর রহমান শিশির, মো. আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক মাসুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি নেত্রকোণা সদর হাসপাতালে ডাক্তার ভিজিটের নির্ধারিত সময়ে মেডিসিন রিপ্রেজেন্টিটিভদের হয়রানির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরে এ ঘটনায় মামলা দায়ের করে ১০ জন মেডিসিন রিপ্রেজেন্টিটিভকে গ্রেপ্তার করে পুলিশ।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন