শিবচরে বাসচাপায় বিএনপি নেতা নিহত
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৭, ১১:২৩
মাদারীপুর জেলার শিবচরে বাসচাপায় মাদবরেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মোল্যা নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচ্চর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস রাস্তা পার হবার সময় সামাদ মোল্যাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
বাসচালক ও বাসটি জব্দ করা সম্ভব হয়নি।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন