ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৭, ১২:১৫
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাতিজার হাতে দুলু মিয়া ৬০ বছর বয়সী এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভাতিজা নজরুল পালিয়ে গেছে।

স্থানীয়রা জানান, আগামী ২৩ জানুয়ারি জল্লিকান্দি গ্রামে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহফিলের প্রধান অতিথি ও সভাপতি কে হবেন এ নিয়ে দুলু মিয়ার ছেলে ইয়ার হোসেনের সাথে নজরুল ইসলামের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ইয়ার হোসেনকে মারতে আসেন নজরুল ইসলাম। সেখানে উপস্থিত দুলু মিয়া তাদের ঠেকাতে আসলে নজরুল লাঠি দিয়ে দুলুর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন দুলু মিয়াকে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, ঘটনার পর থেকেই ঘাতক নজরুল ইসলাম পলাতক রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা