সালথা-নগরকান্দায় রাস্তাবিহীন তিন সেতু নির্মাণ, জনদুর্ভোগ চরমে

নুরুল ইসলাম, সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৬
অ- অ+

ফরিদপুরের সালথা ও নগরকান্দায় অপ্রয়োজনীয় জায়গায় প্রায় কোটি টাকা খরচ করে পরিকল্পনাহীন তিনটি সেতু নির্মাণ করা হয়েছে। সেতু তিনটির দুপাশে মাটি ভরাটসহ রাস্তা না থাকায় এলাকাবাসীর কোনো উপকারে আসছে না। ফলে চরম দুর্ভোগে রয়েছেন সেতুর দুই পাশে থাকা বেশ কয়েকটি গ্রামের মানুষ। বর্ষার পানি আসার আগে সেতুগুলোর দুপাশে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সালথার ভাওয়াল ইউনিয়নের শেষ সীমানায় থাকা তুগোলদিয়া গ্রাম ও মাঝারদিয়া ইউনিয়নের শেষ সীমানায় থাকা কুমারপট্টি গ্রামের মধ্যদিয়ে বয়ে যাওয়া বেদাখালী খালের ওপর ৩০ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়েছে। যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের আলমগীর মিয়ার বাড়ির সামনের পাকা সড়কের পশ্চিম পাশে অপ্রয়োজনীয় জায়গায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে আরেকটি সেতু নির্মাণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট প্রকল্পের অধীনে ২০১৮-২০১৯ অর্থবছরে সেতু দুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেতু দুটির দুপাশে রাস্তা নির্মাণ করা হয়নি।

স্থানীয় তুলোগদিয়া গ্রামের বাসিন্দা মো. হাবিব মাতুব্বর ও বকুল মোল্যা বলেন, বেদাখালী খালের ওপর সেতুটি ৫-৬ বছর আগে নির্মাণ করা হয়েছে। তবে দুপাশে রাস্তা নেই। এমনকি সেতুর গোড়ে মাটিও ভরাট করা হয়নি। খামখা একটি সেতু নির্মাণ করে রাখা হয়েছে, যা আমাদের কোনো কাজে লাগে না। বর্ষার সময় সেতুর দুইপাশে বাঁশের সাঁকো তৈরি করে কয়েকটি গ্রামের মানুষের পারাপার হতে হয়। ছোট বাচ্চারা তো ভয়ে এই সেতু পারই হয় না। বর্ষার পানি আসার আগে সেতুটির দুপাশে রাস্তার নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

খারদিয়া গ্রামের বাসিন্দা আজিজল শেখ বলেন, খারদিয়া গ্রামের আলমগীর মিয়ার বাড়ির সামনের সড়কের পাশে সেতুটি নির্মাণের কোনো প্রয়োজন ছিল না। শুধু শুধু সরকারের টাকা অপচয় করে একটি সেতু নির্মাণ করা হয়েছে। তারপর আবার সেতুর দুইপাশে কোনো রাস্তা নির্মাণ করা হয়নি। রাস্তা থাকলে মানুষ ওই সেতু পার হয়ে অন্তত মাঠে যেতে পারতো। এভাবে সরকারি টাকা নষ্ট করা ঠিক না।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে খোঁজখবর নিয়ে ওই সেতু দুটির দুপাশে রাস্তার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

অপরদিকে চলতি অর্থবছরে নগরকান্দা উপজেলা সদরের নগরকান্দা-মাঝারদিয়া সড়কের ছাগদী এলাকায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। সেখানে গিয়ে দেখা যায়, সেতুটির কাজ প্রায় শেষের দিকে। সড়কের পাশে থাকা খাদের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর একপাশে পাকা সড়ক সংযুক্ত থাকলেও অপরপাশে কোনো রাস্তা নেই। আছে ফসলি জমি। এমনকি কোনো গ্রামও নেই। তাহলে কাদের চলাচলের জন্য সেতুটি নির্মাণ করা হচ্ছে, তা কারও জানা নেই।

স্থানীয়রা বলেন, সেতুটির দুপাশে কোনো বসতি নেই। অতএব সেতুটি কারও কোনো কাজে আসবে না।

তবে রবিবার সকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, সেতুটির দক্ষিণ পাশে একটি কবরস্থান রয়েছে। সেখানে যাওয়ার জন্য সরকারি হালটও আছে। সেতুর নির্মাণ কাজ শেষে ওই হালটের ওপর রাস্তা নির্মাণ করা হবে।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা