ডাচ বাংলা ব্যাংকে নতুনদের আকর্ষণীয় চাকরি
ব্যাংকিং সেক্টরে কোনো অভিজ্ঞতা ছাড়াই নতুনদের আকর্ষণীয় পদে চাকরি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংকটির ‘অ্যাসিস্টেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেয়া হবে।
সিভিল, মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি অথবা ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের যেকোনো দুটি ক্ষেত্রে প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনোভাবেই তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। ফলাফলের বিভাগ বা শ্রেণি নির্ণয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছকটি অনুসরণ করতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞানসম্পন্ন এবং ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শী হতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পদটিতে নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে বেতন দেয়া হবে প্রতিমাসে ৩০ হাজার ১০০ টাকা।
আগ্রহী প্রার্থীরা ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইট (www.dutchbanglabank.com/Online_job) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/জেবি)
মন্তব্য করুন