বিএনপি ক্ষমতায় আসলে ধ্বংসপ্রাপ্ত সব সাংবিধানিক প্রতিষ্ঠান ঢেলে সাজানো হবে: অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় শিক্ষা ব্যবস্থা সংস্কারের কথা বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে ধ্বংসপ্রাপ্ত সব সাংবিধানিক প্রতিষ্ঠান ঢেলে সাজানো হবে।
শনিবার কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচনে শিক্ষকদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের উদ্দেশ্যে দেওয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ঘোষণা বাস্তবায়িত হবে।
এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ সকল উইংস থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানান তিনি।বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জি. জাকির হোসেন, শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. দেলোয়ার হেসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এমআর)

মন্তব্য করুন