শহীদ মিনারের পাশে ফুটপাতে পড়ে ছিল নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬
অ- অ+

কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল পৌনে ১১টার দিকে শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের দেওয়া খবরে সকালে শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জানা যায়, কিছু কুকুর একটি পলিথিন ব্যাগ ধরে টানাটানি করছিল। পথচারীরা পলিথিন খুলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

তিনি আরও জানান, মরদেহটি পলিথিনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। কে বা কারা নবজাতকের মরদেহটি কাপড় দিয়ে মুড়িয়ে পলিথিনে করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবী নিয়োগ
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা