একযুগ পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা রিবলু

ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু একযুগ পর দেশে ফিরেছেন।
শনিবার সন্ধ্যা ছয়টায় তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুমসহ দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী রিবলুকে অভ্যর্থনা জানান।
প্রসঙ্গত, ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শফিকুল ইসলাম রিবলুর বাম চোখ নষ্ট হয়ে যায়।
(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/জেবি/এমআর)

মন্তব্য করুন