১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:২৯
অ- অ+

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেছেন, ‘আপোসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন। কোনো স্বৈরাচারী সরকারের সঙ্গে আপোস করেননি বরং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন; আজীবন লড়াই করে যাচ্ছেন। আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তিনি যদি ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না।’

শনিবার রাতে রাজধানীর ১৪ নং ওয়ার্ড হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যে সংসদে দাঁড়িয়ে আইন ও উন্নয়নের কথা বলার সেখানে পতিত আওয়ামী লীগ সরকার ও সরকার প্রধান শেখ হাসিনা দীর্ঘ ১৬টি বছর জিয়াউর রহমানের চরিত্র হরণের চেষ্টা করেছিলেন। সেখানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলা হয়েছে। সংসদে সবচেয়ে বেশি সময় তারা ব্যবহার করেছেন জিয়াউর রহমানের পরিবার খালেদা জিয়া ও তারেক রহমানের চরিত্র হরণের কথা বলে। রাজাকার রাজাকার বলে ১৬টি বছর দেশ শাসন করেছিলেন শেখ হাসিনা। কিন্তু ২০২৪ সালে জুলাই-আগস্টে রাজাকার বলে ১৬দিন টিকতে পারেননি। রাজাকার বলার ১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি।

নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগের কতজন নেতা যুদ্ধ করেছেন? উনারা তো ভারতে পালিয়ে গিয়েছিল; সেখানে আনন্দ উৎসব করেছেন। অথচ ক্ষমতার মোহে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলতে দ্বিধাবোধ করেনি।

তিনি বলেন, ‘রাজনীতি কোনো পেশা হতে পারে না, রাজনীতি একটা আবেগ। রাজনীতি একটা দর্শন। আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই বছর আগ থেকে ৩১ দফার কথা বলেছেন; এখনো কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষমতার চেয়ে জনগণকে বেশি প্রাধান্য দেন। তাই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে থাকা সব রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষদের নিয়ে তিনি আগামী দিনে সরকার গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন। আগামী দিনে বিএনপি যদি দেশ পরিচালনায় যায়; সেক্ষেত্রে জনগণ হবে ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক বিএনপি নয়, বিএনপির কর্মীরাও নয়।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়; সবাই খেয়াল রাখবেন। আপনাদের মধ্যেও যদি কেউ থেকে থাকেন তাহলে আপনাদেরও সতর্ক করছি। যারাই অন্যায় করুক বিএনপি কাউকে ছাড় দেয় না; ছাড় দেবে না। যারা বিশৃঙ্খলা করবেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা রয়েছে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা