ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫২
অ- অ+

ঘনকুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এছাড়াও শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে স্পিডবোট চলাচলও। লঞ্চ দুই-একটি যাত্রা শুরু করলেও কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে চলাচল।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, হঠাৎ করেই ভোরে কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে তিনটার দিকে কুয়াশা বেড়ে গেলে পদ্মার দিকনির্দেশনামূলক বাতিগুলো অস্পষ্ট হয়ে আসে। এসময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়াও চলাচলরত ফেরিগুলো মাঝ পদ্মার বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ভোর থেকেই আটকে আছে পণ্যবাহী পরিবহনসহ যাত্রীবাহী দূরপাল্লার পরিবহন।

সকাল থেকে নৌযান চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাট এলাকায় ঢাকাগামী যাত্রীদের বেশ ভিড় রয়েছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, রাত সাড়ে তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা