সিরাজদিখানে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫০| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২২
অ- অ+
ফাইল ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মো. নায়িম মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রাব্বি মোল্লা (২৪) নামে অপর এক আরোহী আহত হয়েছেন।

বুধবার বিকাল পাঁচটার দিকে লকীবিলাস নামক এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত নায়িম বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামের সরব আলীর ছেলে। আহত রাব্বি একই ইউনিয়নের জহির মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্যেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক ঘটনাাস্থলে নিহত হন ও অপর আরহী গুরুতর আহত হন।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোরসেদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। ঘাতক বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নুসেইরাতে গণহত্যার এক দিন পর গাজার স্কুল ও বাড়িঘরে ইসরায়েলের বোমাবর্ষণ
যুক্তরাষ্ট্রের ‘অসহযোগী’ দেশের তালিকায় ভারত
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা