পদ্মা সেতু পুনর্বাসন সাইটে দুর্বৃত্তদের আগুন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, কুমারভোগ পুনর্বাসন সাইটের ২৭২ ব্লকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে কাঠের তৈরি সাহাবদ্দিনের একটি বসত ঘর।
সাহাবদ্দিন জানান, শুক্রবার রাতে একদিকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। টের পেয়ে আশেপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায় ঘরে থাকা আসবাসপত্র।
এ ঘটনায় পায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সাহাবদ্দিনের। তবে এই ঘটনার পেছনে কারা জড়িত এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন