জনবল নিচ্ছে ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি বিডিজবসে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির ‘অফিসার’ পদে এই জনবল নিয়োগ দেয়া হবে। পদগুলোতে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা হবে।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। সার্টিফাইড এন্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট (সিএএমএস) সনদপত্রধারীদের অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
প্রথম ছয় মাসের শিক্ষানবিশকালে সফলভাবে শেষ হওয়ার পর নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে প্রতিমাসে ৫৫ হাজার ৫০০ টাকা।
ইসলামী ব্যাংকের ওয়েবসাইট (career.islamibankbd.com) থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/জেবি)
মন্তব্য করুন