জাজিরা বিএনপির সভাপতির লাশ উদ্ধার

শরীয়তপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০১৭, ১৬:২৫
অ- অ+

পদ্মায় স্পিডবোট ডুবিতে নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি শিকদার ইকবাল মাহমুদের লাশ।

শুক্রবার বেলা দুইটার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে শরীয়তপুর প্রতিনিধি জানান, শিকদার ইকবাল মাহমুদ গত বুধবার ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিরঘাটের উদ্দেশে পদ্মা পার হওয়ার জন্য স্পিডবোটে ওঠেন। পরে ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি পদ্মায় ডুবে যায়। ২০ জন যাত্রীর অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ও দুই নারী নিখোঁজ থাকেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লৌহজং টার্নিং পয়েন্ট থেকে বাকেলা (৪০) নামের এক নারীর লাশ মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

শুক্রবার বেলা দুইটার দিকে শিমুলিয়া এলাকায় শিকদার ইকবাল মাহমুদের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করেন।

শিকদার ইকবাল মাহমুদের লাশ উদ্ধারের সংবাদ শুনেছেন বলে জানান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১০মার্চ/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
স্ত্রী-সন্তানসহ সাবেক ৫ এমপির দেশত্যাগে দুদকের নিষেধাজ্ঞা
নোয়াখালীতে একদিনে ফারইস্টের ৪৬৬ বীমা দাবি পরিশোধ
টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উদযাপন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা