শুভ জন্মদিন তামিম

২০ মার্চ। ১৯৮৯ সালের আজকের এই দিনে চট্রগামের খান পরিবারে জন্ম গ্রহণ করেন দেশসেরা ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। তাঁর ২৮তম জন্মদিনে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকাটাইমসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
এবারের জন্মদিনটা দারুণ কাটবে তামিমের। কারণ শততম টেস্ট জয়ের পরদিনই ২৮ বছরে পা দিলেন তিনি। তাছাড়া ঐতিহাসিক টেস্ট জয়ের শেষ দিনের নায়কও যে তামিম।
এদিকে পরিবারের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে ছুটি নিয়ে মুম্বাই উড়ে গেছেন তামিম। আগে থেকেই মুম্বাইয়ে অবস্থান করছেন তামিমের স্ত্রী ও ছেলে। তামিমের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সতীর্থরাও।
এর আগে ২৭তম জন্মদিনটা তামিমের জন্য ছিল বেদনাবিধুর। সেদিন প্রিয় দুই সতীর্থ তাসকিন আহমেদ ও আরাফাত সানীকে সাময়িকভাবে নিষিদ্ধ করায় জন্মদিনের উদযাপনটা মলিনই হয়েছিল তামিমের।
২০০৭ সালে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নাম লেখান তামিম। আর ২০০৮ সালে অভিষেক হয় টেস্ট ক্রিকেটে।। ক্রিকেটের তিন ফরমেটেই দারুণ সুনাম কুড়িয়েছেন তিনি।
অদ্যবদি দেশের জার্সিতে ৪৯টি টেস্ট ম্যাচ খেলেছেন তামিম। ঝুলিতে পুরেছেন ৩,৬৭৭ রান। সর্বোচ্চ স্কোর ২০৬। রয়েছে ৮টি শতক আর ২২টি অর্ধশতক। ব্যাটিং গড় ৩৯.৫৩।
টেস্ট ছাড়া ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও উজ্জ্বল তামিম। ১৬২ ওয়ানডে থেকে করেছেন ৫১২০ রান। সর্বোচ্চ ১৫৪ রান। রয়েছে ৭টি শতক আর ৩৪টি অর্ধশতক।
টি-টোয়েন্টি খেলেছেন ৫৫টি। রান সংখ্যা ১২০২। সর্বোচ্চ অপরাজিত ১০৩। রয়েছে ১টি শতক আর ৪টি অর্ধশতকের ইনিংস। ব্যাটিং গড় ২৪.০৪।
(ঢাকাটাইমস/২০মার্চ/জেইউএম)

মন্তব্য করুন