‘ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে’
কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. সোহ্রাব উদ্দিন বলেছেন, নারী-পুরুষসহ সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে। সরকারের একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। তাই সমাজের সকল স্তরের লোকজনকে জঙ্গিবাদ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে হবে।
শুক্রবার সকালে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের দরগাবাজারস্থ এমপির বাসভবন ‘শিকড়’-এ উপজেলা যুব মহিলা লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পাটুয়াভাঙা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে এসময় বুরুদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান, জাঙালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুছ সাত্তার, হোসেন্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলে রাব্বি কলিন্স, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল কবীর আলমগীর, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা খাতুন, সংরক্ষিত মহিলা সদস্য ললিতা আক্তার, সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা সাহারা খাতুন সাথী প্রমুখসহ নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. সোহরাব উদ্দিন এমপি আরও বলেন, নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার। রাজনীতিসহ সকল স্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে।
(ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন