যানজটেও চলবে গাড়ি (ভিডিও)

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৭, ১৪:৫২
অ- অ+

ধরুন রাস্তায় প্রাইভেট কার বেরিয়ে প্রচন্ড যানজটের মধ্যে পড়লেন। এ দিকে ঠিক সময়ে কাজে পৌঁছানো দরকার। কিন্তু উপায় নেই! অতএব শুধু অসহায়ের মতো অপেক্ষা করা। কিন্তু আর নয়। এ বার সেই মুশকিল আসান করতে হাজির হয়েছে একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা। তাদের দাবি, এমন একটা মডেলের গাড়ি তৈরি করেছে যা যানজটের মধ্যেও অনায়াসে চলবে। অতএব অসহায়ের মতো আর অপেক্ষা নয়।

এই গাড়ি উৎপাদনকারী সংস্থা জানিয়েছে, এই গাড়ির চাকার মধ্যে এমন হাইড্রোলিক লাগানো হয়েছে যা গাড়িটিকে ৫ ফুট উপরে তুলে দেবে। আর অনায়াসে যানজটে আটকে থাকা অন্য গাড়িগুলির উপর দিয়ে যেতে পারবে। গাড়িটির প্রোমোশনের জন্য একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থা। সেই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখার পর আপনিও হয়ত মনে মনে ভাববেন, আহা! এমন গাড়ি পেলে যানজটকে থোরাই কেয়ার!

কিন্তু এই ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলেছে এক বিখ্যাত গাড়িপ্রস্তুত সংস্থা। তাদের মতে, কোনও ভাবেই গাড়িকে এ রকম লিফ্ট করিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটা একেবারেই মানুষকে বোকা বানানোর চেষ্টা। সস্তা বিজ্ঞাপনী চমক।

গাড়িটি নিয়ে যতই প্রশ্ন উঠুক, এটা কিন্তু মানুষের কাছে হিরো হয়ে উঠেছে। যদি এমন গাড়ি ভবিষ্যতে আসেও, তা হলে সত্যি যানজটকে থোরাই কেয়ার বলাই যায়।

দেখুন ভিডিও:

(ঢাকাটাইমস/১এপ্রিল/এজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হচ্ছে  না: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ
রাবার ড্যাম লিকেজ, দুশ্চিন্তায় দিশেহারা হাওর পাড়ের কৃষক
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৬ জেলে 
কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ডগস্কোয়াড মোতায়েন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা