অপোর ১০ বছর পূর্তি: এ৩এক্স ফোনে মূল্যছাড় ও বাইওয়ান গেট ওয়ান অফার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭
অ- অ+

ফ্যানস ফেস্টিভ্যালের অংশ হিসেবে ও বাংলাদেশে অপোর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গ্রাহকদের জন্য এসেছে দারুণ সব অফার। ‘ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন’ স্মার্টফোন অপো এ৩এক্স-এর সাথে থাকছে এই অনন্য সুযোগ।

অপো এ৩এক্স-এর (৪জিবি+৬৪জিবি) এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৯৯০ টাকায়, যার পূর্বের মূল্য ছিল ১৪,৯৯০ টাকা। এছাড়া, আগামী ৫ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অপো এ৩এক্স কিনলেই অংশ নিতে পারবেন এক বিশেষ লটারিতে। এই লটারির মাধ্যমে একজন ভাগ্যবান গ্রাহক পাবেন “বাই ওয়ান গেট ওয়ান” অফার।

এছাড়া প্রতিটি অপো এ৩এক্স-এর সঙ্গে রয়েছে এক্সক্লুসিভ অ্যাক্সেসরি সেট এবং দুই বছরের কমপ্লিমেন্টারি ওয়ারেন্টি।

ডিভাইসটির মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি কঠিন পরিস্থিতিতেও ডিভাইসকে টেকসই রাখে। এছাড়া এর মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ও স্প্ল্যাশ টাচ প্রযুক্তি ডিভাইসকে তরলের পদার্থের ছিটা থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি ফোনটির ৪ বছরের বেশি স্থায়ীত্বের ব্যাটারির ওপর নিশ্চিয়তাও দিচ্ছে। দ্রুত চার্জিং সুবিধা পাওয়া যাবে ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির কারণে।

ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর দেখে প্রধান উপদেষ্টার বিস্ময়
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা