পাকুন্দিয়ায় বিনামূল্যে পাটবীজ বিতরণ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাষিদের মধ্যে বিনামূলে পাটবীজ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ বিতরণ করেন।
এসময় ইউএনও অন্নপূর্ণা দেবনাথ, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা কৃষি কর্মকর্তা গৌর গোবিন্দ দাশ ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের এক হাজার চাষির মধ্যে ২৬শ ৫০কেজি পাট বীজ বিতরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৩এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন