টঙ্গীর হাসপাতাল আহসান উল্লাহ মাস্টারের নামে করার দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৭, ২১:৩৩
অ- অ+

নবনির্মিত টঙ্গী ২৫০ শয্যা সরকারি হাসপাতালের নাম গাজীপুরের প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণের দাবিতে মানববন্ধন করেছে টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় নির্মাণাধীন হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন, টঙ্গী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের কয়েক হাজার নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি জোট সরকারের আমলে প্রকাশ্য দিবালোকে গাজীপুরের কিংবদন্তী, ভাওয়াল বীর আহসান উল্লাহ মাস্টারকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। গুলিবিদ্ধ অবস্থায় আহসান উল্লাহ মাস্টারকে সর্বপ্রথম টঙ্গীর ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে আনা হয়। এই হাসপাতালের সাথে আহসান উল্লাহ মাস্টারের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।

বক্তারা আরো বলেন, টঙ্গী সরকারি হাসপাতালকে ২৫০ শয্যা হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছিলেন আহসান উল্লাহ মাস্টার। তিনি মারা যাওয়ার পর তারই সন্তান গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এই হাসপাতালটি বর্তমান সরকারের আমলে ২৫০ শয্যায় উন্নিত করেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গাজীপুরবাসীর একমাত্র প্রাণের দাবি, নবনির্মিত টঙ্গী ২৫০ শয্যা হাসপাতালটি প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাষ্টারের নামে নামকরণ করা হোক।

টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনি সরকার, মামুন মোল্লা, পলাশ মাহমুদ, কবির শাহ, যুবলীগ নেতা জাকির হোসেন, রাসেদ চৌধুরী, টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি কানন মোল্লা, সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান পিংকু, রাসেদ খান মেনন, মানিক মোল্লা, শফিক তালুকদার শাওন, শাহজাদা সেলিম লিটন প্রমুখ। বর্তমান সরকারের আমলে টঙ্গী ৫০ শয্যা সরকারী হাসপাতালটিকে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২৫০ শয্যায় উন্নিত করা হয়। আগামী ৩০ এপ্রিল স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম নবনির্মিত হাসপাতালটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ মঞ্জুরুল হক।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা