টঙ্গীতে আগুনে পুড়ল জুতা কারখানার গুদাম

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৭, ০৯:০২
অ- অ+

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাতাইশ এলাকায় রয়েল ফুটওয়্যার লিমিটেড নামের একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তবে এতে কারখানার গুদামে রাখা মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আকতারুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকায় রয়েল ফুটওয়্যার লিমিটেড কারখানার নিচতলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গুদামের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, টঙ্গী, উত্তরা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। দমকলকর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তিনি তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা