টঙ্গীতে ফার্নিচার মার্কেটে আগুন
গাজীপুরের টঙ্গীর বাজারের আনার কলি সিনেমা রোড এলাকায় একটি ফার্নিচার মার্কেটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
ফায়ার সার্ভিস বিভাগ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর আনার কলি সিনেমা রোড এলাকায় ওই ফার্নিচার মার্কেটে আগুন লাগে। মুহূর্তে আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই মার্কেটের তিনটি দোকান ও মালামাল পুড়ে গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন