হাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত
শেরপুরের শ্রীবরদীতে হাতির আক্রমণে রিবন মারাক (৫৫) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছে। সেই সাথে আহত হয়েছে আরো দুইজন।
নিহত রিবন উপজেলার বালিজুড়ি এলাকার খ্রিস্টানপাড়ার লিপন সাংমার ছেলে।
বালিজুড়ি সদর বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে বালিজুড়ি খ্রিস্টানপাড়ার রিবন মারাকের রোপিত বোরো ধান ক্ষেতে ভারতের মেঘালয় সীমান্ত থেকে নেমে আসা বন্যহাতির দল পাকা ধান খেতে হামলে পড়লে সে তাড়াতে যায় এবং ফসল বাঁচাতে ডাক চিৎকার করতে থাকে। এ সময় হাতির পাল তাকে ধাওয়া করলে সে দৌঁড়ে নিজ ঘরে আশ্রয় নেয়। ক্ষিপ্ত হাতির দল তার ঘরে আক্রমণ করে রিবনকে পায়ে পিষ্ট করে এবং তার স্ত্রী শৈল সাংমা ও ছেলে বিজয় সাংমাকে আহত করে। পরে গুরুত্বর আহত রিবনকে তার স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কুরুয়া বাজার নামক স্থানে তার মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন