গাজীপুরে সাংবাদিক নির্যাতনে প্রতিবাদ
বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের রিপোর্টার ও ক্যামেরাপার্সনের ওপর লাইফওয়ে নামে একটি এমএলএম কোম্পানির কর্মীদের হামলা ও নির্যাতনের প্রতিবাদ ও দায়ীদের বিচার দাবি করে গাজীপুরে মানববন্ধন হয়েছে।
রবিবার সকালে গাজীপুরের রাজবাড়ি সড়কে স্থানীয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- একাত্তর টেলিভিশনের রিপোর্টার ইকবাল আহমদ সরকার, এনটিভির স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, দেশ টিভির জেলা প্রতিনিধি এম নজরুল ইসলাম, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুক।
বক্তারা বলেন, ভুয়া এমএলএম কোম্পানি লাইফওয়ে প্রতারণার মাধ্যমে নিরীহ লোকদের প্রতারিত করে আসছে। সম্প্রতি তাদের অপকর্মের রিপোর্ট করতে গেলে বাংলাভিশনের রিপোর্টার ও ক্যামেরাপার্সনের ওপর হামলা করা হয়। এসময় এ ঘটনায় দায়িদের বিচার ও মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জোর দাবি করেন বক্তারা।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন