গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত
কুমিল্লা-কসবা সড়কে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাঁশমঙ্গল এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- জনু মিয়ার ছেলে মো. আরিফ (২৮) এবং রেনু মিয়ার ছেলে মো. সাদ্দাম (২৯)। তাদের দুইজনের বাড়ি কুমিল্লা সদর উপজেলার ভুবনঘর গ্রামে।
কোতয়ালি থানার আওতাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিন কাদির জানান, তারা দুইজন একটি মোটরসাইকেল যোগে কুমিল্লা শহরে যাওয়ার পথে বাঁশমঙ্গলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা খান। এতে দু’জনেই মোটরসাইকেলসহ ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
(ঢাকাটাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন