নড়িয়ায় পাটখেত থেকে ৪৫টি ককটেল উদ্ধার
জেলার নড়িয়ায় রাজনগর আন্ধার মানিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি তাজা ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার দুপুরে আন্ধার মানিক বাজারের পূর্ব পাশের একটি পাট খেত থেকে পড়ে থাকা বালতির মধ্যে থেকে এসব উদ্ধার করা হয়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. আব্দুল হান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে পাট খেতের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল বোমাগুলো উদ্ধার করি। ধারণা করা হচ্ছে কেউ নাশকতা ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলগুলো ফেলে রেখে চলে যায়।
(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন