হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩| আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫০
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে টাইগারদের সামনে তাই হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ নির্ভার হয়ে মাঠে নামছে।

সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

গত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানার পরিবর্তে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

অন্যদিকে স্বাগতিকদের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। চোটের কারণে নেই জেডন সিলস। একাদশে ফিরেছেন পেসার আলজারি জোসেফ। তাছাড়া অভিষেক হচ্ছে আমির জাঙ্গু ও জেডি ব্লেডসের।

সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। প্রথম ম্যাচে ৮ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হেরেছে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ১৬৪ রানের পরাজয়ে হোয়াইটওয়াশের লজ্জার নিয়ে দেশে ফিরেছিল তামিম ইকবালের দল।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রান্ডন কিং, কিসি কার্টি, শাই হোপ (উইকেটকিপার ও অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, আমির জাঙ্গু ও জেডি ব্লেডস।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত
হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আ.লীগ উইল নেভার কাম ব্যাক: হাসনাত
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ
কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা