ভারতের দোসর আ. লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়: লিটন
জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক বাংলাদেশকে ভারতের দাসে রূপান্তরিত করতে চেয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতের দোসর আওয়ামী লীগ এখন বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর মুজিবনগর দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর মোড়ে কৃষক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুজিবনগর কৃষক দল আয়োজিত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক-সমাবেশের অংশ হিসাবে এ কৃষক-সমাবেশ অনুষ্ঠিত হয়।
লিটন তার বক্তব্যে বলেন, নিজের ঘাম জড়িয়ে কৃষক যে ফসল উৎপাদন করে তা যাতে ন্যায্যমূল্য না পায় তার জন্য আওয়ামী লীগ সরকার দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তাদের প্রভু রাষ্ট্রের কাছ থেকে আমদানি করতো। যার কারণে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতো। শুধুমাত্র ভারতকে খুশি রাখাই ছিল আওয়ামী স্বৈরশাসকের কাজ। দেশের মানুষ না খেয়ে মারা গেলে এবং দেশের অর্থনীতি ধ্বংস হলেও তাদের কিছু আসে যেত না।
সমাবেশে তৃণমূলের কৃষকরা তাদের সমস্যার কথা, তারেক রহমানের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সমাবেশে তুলে ধরেন।
দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রিপন আহম্মেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, সদস্য সচিব মিজানুর রহমান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরমান আলী, সদস্য সচিব কুন্নত মিয়া, মোনাখালী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইউনূচ আলী, দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির।
(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/জেবি/এমআর)
মন্তব্য করুন