মাধবপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ রেখে পালিয়ে গেছে স্বামী। শনিবার বিকেলে আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ বিকেলেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।
সিমার চাচাত বোন সামসুর নাহার জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ন গ্রামের দেওয়ান আলীর মেয়ে সিমার সঙ্গে প্রায় ৮ মাস আগে জালাল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর সিমার কাছে জালালের পর পরকীয়ার বিষয়টি ধরা পরে। তখন থেকে সিমা প্রতিবাদ শুরু করে। এতে জালাল প্রায়ই সিমাকে শরীরিকভাবে নির্যাতন করত। প্রতিবাদের করণেই সিমাকে মেরে ফেলা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন