যশোরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের অভয়নগরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইসমাইল বিশ্বাস (৪০) ও মহাসিন মল্লিক (৩৪) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল বিশ্বাস অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে ও মহাসিন মল্লিক একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে নওয়াপাড়া যাচ্ছিলেন ইসমাইল বিশ্বাস ও মহাসিন মল্লিক। পুড়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবাদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকাটাইমস/১২ডিসেম্বর/ইএস
মন্তব্য করুন