ঘন কুয়াশায় ফেরি বন্ধ, আটকা শতাধিক যানবাহন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১| আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬
অ- অ+

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় ঘাট পয়েন্টে পণ্য ও যাত্রীবাহী শতাধিক যানবাহন আটকা পড়েছে।

বুধবার শেষ রাত ৩টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম জানান, রাত আড়াইটার পর থেকেই মাঝ পদ্মায় কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। ফেরিতে থাকা দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। তাই দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এই কর্মকর্তা বলেন, নদীতে কুয়াশার তীব্রতা কমে এলে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

ঢাকাটাইমস/১২ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা