ডুয়েট শিক্ষার্থীকে মারধর: গাজীপুরে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০১৭, ১৫:৩৯
অ- অ+

ভাড়া নিয়ে দ্বন্দ্বে বাস চালকের সহকারীর হাতে শিক্ষার্থী লাঞ্ছিতের প্রতিবাদে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, রবিবার ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজনকে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে পিটিয়ে আহত করে বলাকা পরিবহনের চালকের সহকারী ও কন্ডাকটার। পরে তাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে চলন্ত বাস থেকে ফেলে দেয়।

ঘটনার বিচার চেয়ে পরিবহন নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও এর কোনো সুরাহা হয়নি।

এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা বিক্ষোভ মিছিল করে ডুয়েটের মূল ফটকের সামনে অবস্থান নেন। এতে ঢাকা-শিমুলতলী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনাটির সুষ্ঠু সমাধানের জন্য শ্রমিক নেতা ও শিক্ষার্থীসহ উভয়পক্ষকে নিয়ে পুলিশ বৈঠকে বসেছে। দ্রুত এর শান্তিপূর্ণ সমাধান হবে।

ঢাকাটাইমস/৮মে/এএইচ/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নব্য বিএনপি ও বিপ্লবের তথাকথিত মুক্তিযোদ্ধা থেকে সতর্ক থাকতে হবে: নবী
জবি শিক্ষক সমিতির সভাপতি মোশাররফ, সম্পাদক রইছ
পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত ১৮ কর্তকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন আনসারের ডিজি 
সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিন, পাকিস্তানের পরই বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা