অটোবাইকে কাপড় পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার
মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় অটোবাইকে কাপড় পেঁচিয়ে ফাতেমা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটে দুর্ঘটনা।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, মৌলভীকান্দি গ্রামের ফজলুল হক চোকিদারের স্ত্রী ফাতেমা বেগম বাড়ির সামনে থেকে একটি অটোবাইকে চড়ে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তার বেখেয়ালে পরনের কাপড়ের আঁচল অটোবাইকের মটারে জড়িয়ে যায়। এতে করে তার ঘাড় থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কালকিনি থানার এসআই মো. জুয়েল বলেন, আমরা বৃদ্ধের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছি।
(ঢাকাটাইমস/০৯মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন