গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ফারইস্ট নিটিং এন্ড ডাইং নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান জানান, রাত ১২টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ওই কারখানার সাত তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন সমস্ত ফ্লোরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও সাভার ইপিজেডের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই ওই কারখানার তৈরি পোশাক, কাঁচামাল পুড়ে যায়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন আক্তারুজ্জামান।
ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন