গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০১৭, ২২:৫২
অ- অ+

গাজীপুরের কালীগঞ্জ ও শ্রীপুরে আলাদা দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও কৃষক মারা গেছেন।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার বেলুন এলাকার প্রমেশ চন্দ্র মন্ডলের স্ত্রী কল্পনা রানী ও শ্রীপুর উপজেলার হাসিখালী এলাকার কৃষক শামসুল হক।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশে ধানক্ষেত দেখতে যান কল্পনা। ঝড়ের কারণে বিদ্যুতের একটি তার ক্ষেতে পড়েছিল। আর সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কল্পনার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম কামাল পাশা জানান, হাশিখালী গ্রামে অবৈধভাবে ব্যবহৃত পল্লী বিদ্যুতের তার ছিড়ে ঝিঙ্গার মাচায় পড়ে ছিল। মঙ্গলবার সকালে কৃষক শামসুল হক ঐ ঝিঙ্গার মাচা পরিচর্যা করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা