চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যা: অপরাধীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০১৭, ২০:৫৮
অ- অ+

চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে নিহতের সহপাঠী ও এলাকাবাসী।

রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এই মানববন্ধনে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করে সুশীল সমাজের প্রতিনিধি ও মানবাধিকার সংগঠনের সদস্যরা। তারা নিহত রুবিনার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধন শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন নিহত স্কুলছাত্রী রুবিনার মা চায়না খাতুন।

তিনি অভিযোগ করেন, রুবিনা হত্যার ১৯ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে কার্যকর কোনো প্রদক্ষেপ নিচ্ছে না। রুবিনার ময়না তদন্ত রির্পোট নিয়েও প্রশ্ন তুলেন নিহতের মা।

এ সময় রুবিনার বাবা রবিউল ইসলাম, আইন সহায়তাকারী মানবাধিকার সংগঠন মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের সমন্বয়কারী অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, মোটিভেশন কর্মকর্তা জাকিয়া সুলতানা ও মানবতার লিগ্যাল এইড সেলের প্যানেল আইনজীবী অ্যাড. তানিয়া লাঞ্চ উপস্থিত ছিলেন।

এর আগে, রুবিনার ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তাতারের দাবিতে স্থানীয় এলাকাবাসী শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

প্রসঙ্গত গত ২ ফেব্রুয়ারি দুপুরে শহরের গোরস্থানপাড়ার দরিদ্র রবিউল ইসলামের মেয়ে রুবিনাকে কাজের কথা বলে প্রতিবেশী হুমায়ন বাঙাল ধর্ষণ করে। ঘটনাটি ধামাচাপা দিতে পরিবারের অন্য সদস্যরা ২য় শ্রেণির ছাত্রী ওই ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের মা চায়না খাতুন বাদী হয়ে হুমায়ন বাঙালসহ ৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা