নাইক্ষংছড়ি ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৪৯২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নুরুল আলম কোম্পানি পেয়েছেন ৩০৩৫ ভোট।
মঙ্গলবার সকাল আটটা থেকে নয়টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত। স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের এ নির্বাচনে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ভোট চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছিল।
প্রসঙ্গত, নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু ছৈয়দ মারা গেলে আসনটি শূন্য হয়। গত বছরের ৩১ অক্টোবর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের মাত্র একদিন আগে আলী হোসেন নামে এক ব্যক্তি ভোটার তালিকায় সংশোধনী চেয়ে হাইকোর্টে মামলার কারণে নির্বাচন স্থগিত করে উচ্চ আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২৩ মে সদর ইউনিয়ে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন