কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় দুই পথচারী নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলার ধরনীপাড়ায় কাভার্ডভ্যান চাপায় দুইজন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন যানটির চালকের সহকারীসহ দুইজন।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান ধরনীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দিয়ে উল্টে যায়। এতে মুরাদনগর উপজেলার ধরনীপাড়ার আকবর হোসেন ও কবির হোসেন ঘটনাস্থলে নিহত হয়। আহত হন কবিরের ভাই মমতাজ উদ্দিন এবং কাভার্ড ভ্যান চালকের সহকারী।
আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন